জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সরকারি কর্মকর্তা- কর্মচারি ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে মানববন্ধন হয়েছে রামগড়ে।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে রামগড় পৌরসভার প্রাণকেন্দ্র পুলিশ বক্স এলাকায় ফেনি-খাগড়াছড়ি সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০ টা হতে ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, উপজেলা নির্বাহি কর্মকর্তা মু. মাহমুদ উল্লাহ মারুফ, রামগড় পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম, রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহা আলম মজুমদারসহ উপজেলার বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারি মুক্তিযোদ্ধা, পৌরসভার কাউন্সিলর, আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং স্থানীয় জন সাধারণ অংশ গ্রহণ করেন।