কেশবপুরের ৭ নং পাঁজিয়া ইউনিয়নের গড়ভাংগা গ্রামে ৮ দলীয় হাডুডু খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গড়ভাংগা সরদার পাড়া মাঠে যুবসংঘ কতৃক উদ্যোগে (৮) দলীয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলা উপভোগ করার জন্য সকাল থেকেই দর্শকরা মাঠে হাজির হতে থাকে। কখনও দাঁড়িয়ে আবার কখনও বা বসে দর্শকরা এ খেলা আনন্দের সাথে উপভোগ করছেন। এছাড়াও গনোতালি দিয়ে তাদের পছন্দের দলের খেলোয়াড়দেরকেও উৎসাহ দিচ্ছেন।
খেলায় চুকনগর ও কেশবপুর দল ফাইনালে মুখোমুখি হয়।এবং ফাইনালে ২-১ গোলে জয় লাভ করে কেশবপুর দল চ্যাম্পিয়ন হয়।
উক্ত খেলায় গড়ভাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক ও খেলা কমিটির আহ্বায়ক রেজাউল করিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়্যারমান শফিকুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়্যারমান মকবুল হোসেন মুকুল, ইউপি সদস্য আব্দুল আহাদ আল বাহার, মহিলা ইউপি সদস্য কবরী বেগম, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাসব্যাপী হকি প্রশিক্ষক হাসান রনি, সাবেক মহিলা ইউপি সদস্য সালমা বেগম, ক্রীড়া সংগঠক শহীদুল।