সাতক্ষীরা পৌরসভার আয়োজনে ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সহযোগিতায় আজ ২৭ ডিসেম্বর ২০২০ সাতক্ষীরা পৌরসভা ভবনে একটি ব্রেস্ট ফিডিং ও বেবি কেয়ার কর্ণার উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন প্যানেল মেয়র ফারহা দীবা খান সাথী এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াস সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর ৪,৫,৬ নং ওয়ার্ড ( সংরক্ষিত) অনিমা রাণী ম-ল, কাউন্সিলর ৯নং ওয়ার্ড শেখ শফিক- উদ- দৌলা (সাগর), কাউন্সিলর ৫নং ওয়াড মো: শাহিনুর রহমান, সচিব মোঃ সাইফুল ইসলাম বিশ্বাস, বস্তী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান ও উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের হেলথ এন্ড নিউট্রেশন ভাউচার স্কিম ফর পুওর,এক্সট্রিম পুওর এন্ড সোশ্যালি এক্সক্লুডেড পিপ্ল (পেপসেপ) প্রকল্পের এলাকা ব্যবস্থাপক জনাব সৈয়দ মিজানুর ইসলাম এবং সংস্থার স্বাস্থ্য ও পুষ্ঠি বিষয়ক কার্যক্রমের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা । ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াস সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ তার বক্তব্যে বলেন “শিশুরা মায়ের দুধ খেলে তাদের মস্তিষ্কের গড়ন ভালো হয়, তাদের স্নায়ুতন্ত্রের বিকাশ সুস্থ হয়, সহজে ডায়রিয়া হয় না, অ্যাজমা–জাতীয় রোগ হয় না এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো সুস্থভাবে বিকশিত হয়” ।