আশির দশকের অগ্রগণ্য কবিদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন হলেন কবি রেজাউদ্দিন স্টালিন। বাংলা সাহিত্যের তারুণ্যের কবি বলা হয় তাকে। মাত্র আট বছর বয়স হতে প্রথম কবিতা লেখা শুরু করে এখন অব্ধি ৪৫টি কাব্য গ্রন্থের রচিয়তা তিনি। তার কবিতা এখন পর্যন্ত বিশ্বের বহুল ব্যবহৃত ২৮টি ভাষায় অনুদিত এবং অনুবাদিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পরে রেজাউদ্দিন স্টালিন ব্যতীত অন্য কোনো কবির কবিতা এতগুলি ভাষায় অনুদিত হয়নি। সাহিত্য সম্মাননা স্বরূপ কবি ২০০৫ বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তাছাড়াও কবির ঝুলিতে আছে অসংখ্য দেশীয় এবং আন্তর্জাতিক পুরস্কার।
উদ্যান টিভির উদ্যোগে এবং সহযোগিতায় “রেজাউদ্দিন স্টালিন: বাংলা কবিতার বৈশ্বিক কণ্ঠস্বর” শিরোনামে কবিকে নিয়ে নির্মিত হল তথ্যচিত্র। কবি মাশরুরা লাকী এবং হাসানূর রহমান সুমনের গবেষণায় তথ্যচিত্রটি নির্মাণ করেছেন কবি ইসমাইল জুমেল। মানুষের কল্যাণে প্রতিদিন এর সাথে আলাপকালে তথ্যচিত্রটির নির্মাতা ইসমাইল জুমেল বলেন, এটি একটি ভিত্তিস্বরূপ তথ্যচিত্র। যা কবি রেজাউদ্দিন স্টালিনকে নিয়ে বাংলাদেশি কবি, সাহিত্যিকদের মতামত এবং আলোচনার উপর নির্ভর করে নির্মিত। কবি রেজাউদ্দিন স্টালিন অন্যরকম এক পৃথিবী। যিনি সবসময় নিজের বলয়ের মধ্যেই অবস্থান করে নিজেকে ছড়িয়ে দেন বিশ্বময়। কবিকে নিয়ে কাজ করাটা আমার জন্য ছিলো অসাধারণ এক অভিজ্ঞতা। এই কাজের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার ভালোবাসায় আমি সিক্ত হয়েছি। বিশেষ করে উদ্যানের সম্পাদক কবি তৌফিক জহুর ভাই আমাকে পেছনে থেকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। আমরণ কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই।
তথ্যচিত্রটিতে কবি রেজাউদ্দিন স্টালিনকে নিয়ে আলোচনা করেছেন,
ভয়েস আর্টিস্ট হিসেবে ছিলেন, প্রদীপ ঘোষ। প্রারম্ভিক উপস্থাপনা করেছেন, কবি মাশরুরা লাকী। সিনেমাটোগ্রাফী করেছেন, এস জেড অলি আহমেদ। সম্পাদনা, গ্রাফিক্স ডিজাইন ও আবহসংগীত করেছেন, মোঃ নূরউদ্দিন। প্রধান সহকারী পরিচালক ছিলেন, হাসানুর রহমান সুমন। উদ্যান পরিবারের সার্বিক তত্ত্বাবধানে তথ্যচিত্রের কারিগরি সহায়তা করেছে, পিক্সেল মাল্টিমিডিয়া এবং ক্রিয়েটিভ ভিলেজ।
পদক্ষেপ বাংলাদেশের সহযোগিতায় উক্ত তথ্যচিত্রটি আগামী ৯ জানুয়ারি ২০২১ রোজ- শনিবার বিকাল ৫টায় এলিফ্যান্ট রোডস্থ দীপনপুর বুক ক্যাফেতে প্রথম প্রদর্শনী এবং ইউটিউব চ্যানেল উদ্যান টিভিতে প্রথম প্রকাশ হতে যাচ্ছে।