নাসরিন পারভীন মিমি:
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার জরুন এলাকায় অবৈধ দখলে থাকা জমি দ্বিতীয় দিনের মত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে কোনাবাড়ির জরুন এলাকায় মিরপুর মৌজায় জেলা প্রশাসনের আওতাধীন প্রায় পাঁচ একর জমির উপর বিভিন্ন সময়ে গড়ে উঠেছে বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। এসব স্থাপনা উচ্ছেদে সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এম.ডি শামসুল আরিফিন নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এর পক্ষ থেকে বিপুলসংখ্যক পুলিশ ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন করে পরিসিস্থি সাভাবিক রাখছে ।
এসময় উপস্থিত ছিলেন জিএমপি উপ-পুলিশ কমিশনার জাকির হাসান,কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার হোয়াই অংপ্রু মারমা,কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক, সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাওছার ।