লিয়াকত রাজশাহী : চলতি মাসের ২৮ তারিখ রাজশাহীর পবা উপজেলা পরিষদের উপনির্বাচন। এই নির্বাচনে পবা থানা ছাত্রদলের সাবেক আহবায়ক, নওহাটা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর সরকার জেড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। আজ বুধবার দুুপুরে পবা উপজেলা নির্বাহী অফিসার ও পবা উপজেলা এবং নওহাটা পৌর নির্বাচন রিটানির্ং অফিসার শিমুল আকতারের নিকট দলীয় মনোনয়ন জমা দেন তিনি।
এসময়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, জেলা বিএনপি’র সদস্য শাহজাহান আলী, আব্দুর রাজ্জাক ও আলী হোসেন, পবা বিএনপি’র আহবায়ক সেলিম রেজা বাচ্চু, সদস্য সচিব মোজাফ্ফর রহমান, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, হুজরীপাড়া বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম আজাদ, বড়গাছী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সোহেল রানা, হড়গ্রাম ইউনিয়ন ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আনারুল ইসলাম ও দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
এছাড়াও পবা যুবদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান, শফিকুল ইসলাম , আবুল কাশেম, মামুন আকতারুজ্জামান, নওহাটা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন, মিজানুর রহমান মিলন, মিজানুর রহমান মিজান, পাবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন, সদস্য সচিব হাফিজুর রহমান ও নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাসহ জেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী তঁার দলীয় মনোনয়ন একই স্থানে জমা দেন। এসময়ে পবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, কৃষকলীগ সভাপতি ও পবা উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল, হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি কামরুল হাসান রাজ ও পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক এমদাদসহ পবা উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও এই নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি থেকে এস.এম. আশরাফুল হক ও বাংলাদেশ মুসলিম লীগ থেকে আফজাল হোসেন মনোনয়ন জমা দিয়েছেন। এদিকে পবা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় পবা উপজেলায় মোট দুই লক্ষ চল্লিশ হাজার চারশত চল্লিশজন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ এক লক্ষ বিশ হাজার দুইশত পঁচাশিজন এবং নারী এক লক্ষ বিশ হাজার একশত ঊনষাটজন। উপজেলার মোট কেন্দ্র রয়েছে উনসত্তরটি। এছাড়াও মোট বুথ রয়েছে পঁাচশত আটচল্লিশটি। এরমধ্যে দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের এই ভোটারগণ ২৮ তারিখ ভোটের মাধ্যমে তাদের প্রার্থী নির্বাচিত করবেন।