শেরপুর প্রতিনিধি: মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে শেরপুর জেলা শাখা ছাত্র অধিকার পরিষদ। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানিয়েছে তারা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের পাঠানো শেরপুর জেলা শাখা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান সম্রাট স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার পর শিক্ষার্থীদের উপর এরকম হামলা হয়তো নতুন রুপ কিন্তু নতুন ঘটনা নয়। শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হেনস্তা, হামলার শিকার হন।
শিক্ষার্থীরা এরকম অন্যায়ভাবে হামলার শিকার এবং অসম্মানী হতে থাকলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মেকে বড় বাধার সম্মুখীন হতে হবে।
এতে বলা হয়, সংগঠনটি হামলার সাথে জড়িত অতিদ্রুত মধ্যে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে।সেই সাথে বিচারকার্য্য দ্রুত শেষ করতে হবে। অপরাধীদের অতিদ্রুত আইনের আওতায় আনা না হলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সারাদেশের শিক্ষার্থীদের সাথে নিয়ে উপযুক্ত জবাব দিবে।শিক্ষার্থীদের ওপর হামলা বিষয়ে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।
এ বিষয়ে জেলা শাখা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গভীর রাতে যে ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এবং তারা জানান এ ঘটনার মদতদাতাসহ অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে। না হলে আমরা শিক্ষার্থীরা কঠিন জবাব দিতে প্রস্তুত আছি।