মোঃ ছাবির উদ্দিন রাজু :কিশোরগঞ্জের ভৈরবে রায়হান উদ্দিন নামে পুলিশের এক এসআই ছিনতাইকারিদের হাতে তার সাথে থাকা নগদ টাকা মোবাইল সেট সহ তার মায়ের স্বর্ণালঙকার খূইয়েছেন। এ রোডে ছিনতাই রোধে একাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হলেও আদৌ থামছেনা ছিনতাইয়ের ঘটনা। ভোর সাড়ে ৪টার দিকে রেলস্টেশন রোডের পৌর কবরস্থানের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা এস আই রায়হান উদ্দিনের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকার মালামাল ছিনতাই করে নিয়ে যায়। তিনি ভৈরববাজার ভূষিপট্টি এলাকায় বসবাস করেন। রায়হান উদ্দিন বর্তমানে চট্টগ্রাম সদর কোর্টে কর্মরত আছেন।এসআই রায়হান উদ্দিন বলেন, আমি কয়েক দিনের ছুটিতে মঙ্গলবার ভৈরবের নিজ বাসায় এসেছি। আমার মা কয়েক দিন যাবত অসুস্থ। বুধবার ভোরে উন্নত চিকিৎসা করাতে মাকে নিয়ে ঢাকা যাচ্ছিলাম। বাসা থেকে রিকশাযোগে ভৈরব রেলস্টেশনে যাওয়ার সময় পৌর কবরস্থানের সামনে পৌছলে একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ রিকশার গতিরোধ করে আমার সাথে উল্লেখিত মালামাল ও নগদ টাকা নিয়ে যায়।ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. শাহিন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।