আবার কলকাতার বহুতলে ভয়াবহ আগুন। আগুন নেভাতে ব্যাস্ত দমকলকর্মীরা।আজ বিকেলে কলকাতার স্ট্যান্ড রোডে অবস্থিত চার তলা বাড়িতে আগুন লাগে।এই বাড়িটি এককালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর ছিল। কিন্তু তারা ছেড়ে চলে যাওয়ার পর এখানে মানুষ জন এবং কিছু চোট খাটো অফিস আছে।আজ হঠাৎ করে আগুন লেগে যায়। খবর যায় হেয়ার ইস্টিট থানার এবং দমকল বাহিনীর কাছে। সঙ্গে চলে আসে দমকল বাহিনীর সদস্যরা। তাদের চেস্টায় উদ্ধার কাজ চলছে। খবর পেয়ে ছুটে আসেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। ঘটনা স্হলটি ঘিরে রাখা হয়েছে। এবং দমকল বাহিনীর সদস্যরা জানালার কাঁচ ভেঙ্গে উদ্ধার কাজ সম্পন্ন করছে। তবে কি কারণে আগুন লেগেছে তার তদন্ত চলবে বলে জানিয়েছেন দমকল বাহিনীর সদস্যরা। কিছু মানুষ বলেছেন যে এই চারতলা বাড়ির মধ্যে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না বলে জানিয়েছেন দমকল বাহিনীর সদস্যরা।। ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।