আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ নামক একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনের খুলনা বিভাগীয় উপদেষ্টা মোঃ আলমগীর হোসেন বললেন এবার আর পারলাম না —আমার কাছের বা অপরিচিত
কেউ হাস্পাতালের ভর্তির সহযোগিতা চাইলে যথাসাধ্য চেষ্টা করি, হাস্পাতালে ভর্তির জন্য সর্বোচ্চ করি। প্রয়োজনে শ্রদ্ধেয় সিনিয়র স্যারদের শরনাপন্ন হই। স্যারেরা আমাকে কখনো নিরাশ করেন নি। কিন্তু আজ বিসিএস (শিক্ষা) ক্যাডারের এক কর্মকর্তার সহধর্মিণীর হাসপাতালে
ভর্তির ব্যবস্থা করা গেলো না। হাসপাতালে ভর্তির বিষয়টি কল্পনার বাইরে চলে যাচ্ছে। এবার আর পারলাম না। আজকের না পারাটা বর্তমান বাস্তবতা। মানুষের দুঃখ -ব্যথা আমাকে বিচলিত করে, ব্যথিত করে। অফিসার্স ক্লাবের নির্বাহী সদস্য হওয়ার পর আমার কাছে অনেকের প্রত্যাশা বেড়ে গেছে। কিন্তু আমার সীমিত সাধ্য। সীমাবদ্ধতা অতিক্রম করতে চাই। সবার সহযোগিতা চাই। শুভ কামনা সবার প্রতি।
মোঃ আলমগীর হোসেন
উপসচিব, পাট ও বস্ত্র মন্ত্রণালয়
নির্বাহী সদস্য, অফিসার্স ক্লাব ঢাকা।