বাগেরহাট জেলার ডিসি মহোদয় জনাব ফয়জুল হক বললেন,সমাজে নিম্নমধ্যবিত্ত মানুষের অভাবের সমস্যা সবচেয়ে বড় সমস্যা ।না পারা যায় সইতে না পারা যায় কইতে না পারা যায় কষ্টের ভার বইতে।এরা রাস্তায়ও যেমন দাঁড়াতে পারেনা লোক লজ্জায় প্রতিবেশীকেও বলতে পারেনা ।আমার নিজের অনেক আত্নীয় আছেন এরকম ।তাই জানি এদের কষ্ট আর অনুভূতির জায়গাটা কি রকম বেদনার ।এ বিষয়টি মাথায় রেখে এবারে বাগেরহাট জেলা প্রশাসন লক ডাউন ও ঈদ সামনে রেখে একটু ব্যতিক্রমী সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে ।প্রথম দফায় নন এম পিও ভূক্ত ৩৫০ জন শিক্ষকের বাড়ীতে বিশেষ সহায়তা পৌঁছে দিতে কয়েকজন প্রধান শিক্ষকের হাতে সহায়তা আদেশ তুলে দেয়া হয় ।পর্যায়ক্রমে নিম্ন মধ্যবিত্ত নানা পেশার মানুষ এ সহায়তা পাবেন ।