মোঃ আবু তৈয়ব: লাইসেন্স বিহীন নাবালক ট্রাক-পিকআপ ড্রাইভার বেড়েছে রাঙামাটি নেই প্রশাসনের দৃষ্টি.. অপ্রাপ্ত বয়সে গাড়ি চালাচ্ছে ট্রাক মিনি ট্রাক ড্রাইভার সরকারি আইন অনুযায়ী মালবাহী পেশাদার গাড়ির লাইসেন্স তৈরি করতে বয়স হতে হবে ২১ ।কিন্তু অল্প বয়সে গাড়ি চালাচ্ছে কিশোর পর্যাপ্ত বয়স বুঝ জ্ঞান না হওয়ার ফলে প্রতিনিয়ত বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনা । মালবোঝাই গাড়ি উঁচু নিচু পাহাড়ি রাস্তা সামাল দিতে অক্ষম হয়ে
অল্প কিছু দিনের মধ্যেই দেখা যায় বেশকিছু বড় বড় দুর্ঘটনা- গাড়ি উল্টে যায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পরে চালকের মৃত্যু ওরাঙ্গামাটি কাঠালতলী প্রধান সড়কে মৃত্যু হয়েছে ২ মোটরসাইকেল আরোহী রাঙ্গামাটি শিমুলতলী পিকআপের ধাক্কায় ১ পথচারীর মৃত্যু।মানিকছড়ি গাড়ির নিচে মোটরসাইকেল দিন দিন বেড়েই চলেছে রোড এক্সিডেন্ট ফলের ঝুঁকির মধ্যে বসবাস করছে রাঙ্গামাটি বাসি ।কথা হয় অভিজ্ঞ ড্রাইভারদের সাথে তাঁরা জানান এক সময় মোটর লাইনে আসার পরে দীর্ঘদিন গাড়ির হেল্পারী করতে হতো তারপর অভিজ্ঞতা অর্জন করে গাড়ি চালাতে দেওয়া হতো কিন্তু বর্তমানে কোনো রকম স্টিয়ারিং গোড়াতে পারলেই ডাইভার হয়ে রাস্তায় নেমে যায় গাড়ি নিয়ে ।নেই পর্যাপ্ত শিক্ষা নেই লাইসেন্স আরো অপ্রাপ্ত বয়স ।যে বয়সে তাদের বই নিয়েই স্কুলে থাকার কথা সে-বয়সে তারা গাড়ি নিয়ে রাস্তায় ।এক মৎস্য ব্যবসায়ী জানান কিছুদিন আগে তিনি এক গাড়ি ভাড়া নিয়ে যায় ড্রাইভার দেখা যায় অল্প বয়সের সে অল্প কিছুদূর যায় আর প্যাকেট প্যাকেট সিগারেট নিচ্ছে খাচ্ছে দেখা যায় ।এভাবে অল্প বয়সের মাদকাসক্ত হয়ে গাড়ি চালানো কতটা নিরাপদ আমাদের জন্য ।সড়কের পাশে দোকান ও কিছু পথচারীর কাছে জানতে চাইলে মালবাহী গাড়ির জন্য আপনাদের কোনো অসুবিধা হয় ?বাহির থেকে আসা রাঙ্গামাটিতে ইট বালির গাড়িতে উপরে তেরপাল না থাকায় ধুলাবালি উড়ে চোখে মুখে দোকানে এসে পড়ছে বলে জানান তারা।আর অতিরিক্ত ওভারলোড হয়ে আসা গাড়ি মানিকছড়িতে প্রতিনিয়ত আটকে যায় উচু পাহাড় বাইতে না পেরে।প্রশাসনের নজরদারি বাড়াতে হবে ওভারলোড বন্ধ করতে হবে। ফলে পরিবেশ ও জনগণের জন্য উপকৃত হবে বলে আশা করেন।