মোঃ আবু তৈয়ব:রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত বসবাস নির্মাণাধীন নিষেধ।২০১৭ সালের ১৩ জুন রাঙামাটির ইতিহাসের পাতায় সনাক্ত হয়ে থাকবে আজীবন পহাড় ধ্বস ।বর্ষার মৌসুম বৃষ্টির যখনি শুরু হয় পাহাড়ে যাদের বসবাস তাদের চোখের ঘুম কেড়ে নেয় ।
মনে করিয়ে দেয় ১৩ জুনের কথা ।২০১৭ সালে
হঠাৎ ভোররাতে পাহাড় ধ্বসে হাজার হাজার ঘরবাড়ি পাহাড় চাপায় পড়ে নিমিষেই কেড়ে নেন হাজার হাজার তাজা প্রান উদ্বার করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর নিহত হয়। কিন্তু থেমে নেই পাহাড় দখল নদী দখল হাজার চেষ্টা করেও দমিয়ে রাখতে পারছে না ।এবার উদ্যোগ নেন
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি,সভায় সিদ্ধান্ত মোতাবেক আজ ১৭ মে ২০২১ আসন্ন বর্ষা মৌসুমে পাহাড় ধ্বস, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়ানো/কমানোর লক্ষ্যে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত রূপনগর ও শিমুলতলী এলাকায় (বসবাস না করার বিষয়ে) সচেতনতা ক্যাম্পেইন করা হয়। বিকাল ৪ টায় জেলা পর্যায়ের সচেতনতামূলক প্রচার উদ্বোধন করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মিজানুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাঙ্গামাটি পৌরসভার মেয়র, রাঙ্গামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, আরডিসি, এনডিসি, ডিআরআরও, স্থানীয় কাউন্সিলর, যুব রেডক্রিসেন্ট, রোভার স্কাউটস, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য জেলা পর্যায়ের কর্মসূচির সাথে মিল রেখে উপজেলা পর্যায়েও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।