মোঃ আবু তৈয়ব:রাঙামাটি বৃহত্তর উপজেলা বাঘাইছড়ি এই মুহূর্তে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা খুব জরুরী হয়ে পড়েছেন, বলে দাবি করেছেন বাঘাইছড়ির সর্বস্তরের মানুষ । কিছুদিনের মধ্যেই কেড়ে নিয়েছে অনেকের অর্থ-সম্পদ ব্যবসা বাণিজ্য বসতবাড়ি সহ একটি শিক্ষা প্রতিষ্ঠান আগুনের উৎপন্ন হলেই নেভানোর কোন সুযোগ নেই নিয়ন্ত্রণ করার নেই কোন যন্ত্র । রাঙ্গামাটি জেলার বৃহত্তর উপজেলা বাঘাইছড়ি ১৯৬০ সাল থেকে মানুষের বসবাস, স্কুল-কলেজ-মাদ্রাসা পৌরসভা উপজেলা ভূমি অফিস সহ সবকিছু স্থাপিত হলেও এখনও পর্যন্ত হয়নি একটি ফায়ার সার্ভিস স্টেশন । তাই প্রতিবছর ভুগতে হচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে মানুষের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা। দেশের উন্নয়নের পরিসীমা নেই এতকিছু উন্নয়নের মধ্যে ইমার্জেন্সি জরুরি খাতে ফায়ার সার্ভিস স্টেশন প্রতিটি উপজেলায় অতিব জরুরি ।তার মধ্যে রাঙামাটি পার্বত্য জেলায় সর্ববৃহৎ উপজেলা বাঘাইছড়ি জরুরি ও দ্রুত ফায়ার সার্ভিস দাবি সকলের ।