মোঃ সোহাগ হোসেন, দেবহাটা উপজেলা প্রতিনিধিঃ দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নাংলা গ্রামে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান (অবদাহ) ভেড়িবাধের অবস্থা অনেকটাই আশঙ্কাজনক। ঘূর্ণিঝড় যশ/ইয়াশের তাণ্ডবে অত্র এলাকায় অনেক মানুষ সমস্যাগ্রস্থ অবস্থায় জীবনযাপন করছে। অতিরিক্ত জলস্রোত ও পানির উচ্চ প্রসারের ফলে ইছামতি নদী ও পাশে থাকা অনেকগুলো মৎস্য ঘের একত্রিত হয়ে যায় এতে করে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
এছাড়া (অবদাহ) ভেড়িবাধের পাশে অবস্থান রত বসবাসকারী কিছু মানুষের বসতঘর, রান্নাঘর, গরু ছাগলের ঘর ইত্যাদি ভেঙে পড়ে যায়।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গতকাল উপজেলা নির্বাহি অফিসার সহ উপজেলার দায়িত্বশীল অনেকেই ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন এবং তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ পূরণ করার আশ্বাস দিয়েছেন।