উদ্বোধনী অনুষ্ঠান শেষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াছমিন সুলতানা জানায় ০৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ ২০২১ইং উপলক্ষ্যে জনসাধারণ সহজে এ সপ্তাহে কতিপয় সুবিধা গ্রহন করতে পারবে। সুবিধা গুলো মধ্যে উল্লেখ্য থাকে যে ১.ভূমি উন্নয়ন কর আদায় ও অন লাইনে ভূমি উন্নয়ন কর আদায়ে রেজিষ্ট্রেশন ২. ই-নামজারির আবেদন ৩. খাস জমির বন্দোবস্তের আবেদন ৪. ভূমিহীন দের মাঝে বন্দোবস্তকৃত জমির দলিল হস্তান্তর ৫. ডি.সি.আর ও খতিয়ান প্রদান/ ভি.পি নবায়ন এর আবেদন সহ বিবিধ সেবা গ্রহন করতে পারবেন।