ভবে মোরা সবাই পাগল
কলমে–সাংবাদিক আবু তাহের
ভবে মোরা সবাই পাগল
সবারে জানাই,
কেহ মোরা টাকার পাগল
কেহ প্রেমের ভাই।
কেহ আছে সখের পাগল
সেলফি তুলে যাই,
কেহ আবার নেশার পাগল
ব্যর্থ হলো তাই ।
কেহ আবার লেখার পাগল
কিছু শেখার ভাই,
কেহ আবার কথার পাগল
হারতে নাহি চাই।
কেহ আবার ঘুষের পাগল
কথা নীতির ভাই,
কেহ আবার ঘুমের পাগল
ছাত্র পড়ার ভাই।
কেহ আছে গানের পাগল
কিছু বাজনার ভাই,
কেহ অভিনয়ের পাগল
অনেকে সাজগুজে ভাই।
কেহ মোরা চায়ের পাগল
কিছু গাছের ভাই,
কেহ মোরা ভেজালের পাগল
সব নকল বানাই।
কেহ পাগল পাখির প্রেমে
কিছু জমির ভাই,
কেহ পাগল আবাদ চাষে
জুয়ারু তাস খেলায়।
কেহ পাগল মায়ের ভালোবাসায়
কিছু বউয়ের ভাই,
কেহ আল্লার প্রেমে পাগল
অনেকে দরবেশে ভাই।
কেহ মাজারের পাগল মোরা
কিছু পীরের ভাই,
কেহ পাগল ছিন্নির মোরা
দরবারে ঘুরে বেড়াই।
রাস্তায় রাস্তায় ঘুরে যারা
তারাও পাগল ভাই,
দুনিয়ায় সব পাগল মোরা
কর্মে ভালো সেই।
আমি তাহের নিজেও পাগল
লেখার হয়তো ভাই,
মন্তব্যর কাঙ্গাল ফেসবুকে আমি
শুধু ভালোবাসা চাই।