মোঃ রাজীব হোসেন:
বিকেলে বরুনাছড়ি এক হাতির শাবকের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী তারা সাথে সাথেই বিষয়টি কাচালং বন স্টেশন কর্মকর্তাকে জানান।খবর পেয়ে পরেরদিন যৌথ বাহিনীর প্রতিনিধি টিম নিয়ে ঘটনা স্থানে উপস্থিত হন কাচালং বন স্টেশন কর্মকর্তা। এসম্পর্কে জানতে চাইলে মোঃ রাহত তালুকদার বলেন গত দুসপ্তাহ আগে হাতির আট সদস্যের একটি দল এলাকায় প্রবেশ করতে দেখেন তিনি তখনই একটি ছোট হাতিকে খুড়িয়ে খুড়িয়ে হাটতে দেখেন, তিনি আরো বলেন আমি গত ১৪ তারিখ বিকেলে জানতে পারি এলাকার গভীরে একটি হাতি মারা গেছে তার পরে এলাকার মানুষ মিলে দেখতে যাই সবাই। এবিষয়ে কাচালং বন স্টেশন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা যৌথ টিম নিয়ে ঘটনা স্থানে গিয়ে দেখতে পাই হাতির বাচ্চাটি মারা গেছে আনুমানিক আরো প্রায় সপ্তাহ খানেক আগে শরীরের অনেক অংশে পচনধরেছে, তবুও একজন প্রাণী সম্পদ কর্মকর্তা দিয়ে পরিক্ষা করান এবং এলাকাবাসীর সহায়তায় হাতিটাকে পাহাড়ের ঢালে মাটিচাপা দেয়া হয়। এবং এবিষয়ে বরকল থানায় একটি জিডি করেছি জিডি নং ৪৫৬ তিনি আরও বলেন বন্য হাতি খাবারের তারনায় লোকালয়ে চলে আসে তাতে নানা ধরনের বাধার সম্মুখীন হন তাই এক