হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে করোনা প্রতিরোধে ফ্রি অক্সিজেন সার্ভিস এর উদ্যোগে অক্সিজেন ও মাক্স বিতরণ অব্যহত রয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনটি গত ২২ জুন উদ্বোধন থেকে শুরু করে উপজেলার বিভিন্ন গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার ২৭ জন করোনা ও করোনা উপসর্গের রোগীকে ফ্রি অক্সিজেন সেবা প্রদান ও দশ হাজার মাক্স বিতরন করেছেন। মঙ্গলবার (২৯ জুন) বিকাল ৫টা হতে রাত ৮ টা পর্যন্ত উপজেলা সেকেন্দার নগর চৌমুহনী মোড়, জিরণগাছা চৌমুহনী মোড়, গোবিন্দপুর মোড়, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়সহ বিভিন্ন যায়গায় মাক্স বিতরন করেছেন। এসময় অংশগ্রহন করেছেন কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর সমন্বয়কারী বিশিষ্ট সাংবাদিক ইশারাত আলী, উপ সমন্বয়কারী ও বিশিষ্ট সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুলসহ কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর সৌকস স্বেচ্ছাসেবকবৃন্দ। ইতিমধ্যে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি কালিগঞ্জ উপজেলা এলাকার সচেতন মহলে প্রশংসিত হয়েছেন। তাদের ০১৯৭২-৬৫১৮৪০ হটলাইনে কল করলেই চৌকস টিম রোগীর বাড়ীতে পৌছে প্রাথমিক অক্সিজেন সেবা প্রদান করে উন্নত চিকিৎসার জন্যে রোগীকে জরুরী ভিত্তিতে সরকারী হাসপাতালে নেওয়ার পরামর্শ প্রদান করছেন। সংগঠনটি এরইমধ্যে কালিগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা কার্যালয়, বিজয় নিউজ, রেডিও নলতা, নারী উন্নয়ন সংগঠন প্রেরণা, ধলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়সহ বিভিন্ন যায়গায় মাক্স বিতরণ করেছেন। এছাড়াও হাটে বাজারে, বিভন্ন মোড়ে মোড়ে জনসচেতনতায় স্বাস্থ্যবিধি মানাসহ মাক্স পরিধানে আহবান জানিয়ে প্রচারণার পাশাপাশি সাধারণ পথযাত্রীদের মাঝেও মাক্স বিতরণ করছেন।