লিয়াকত রাজশাহী ব্যুরোঃ গতকাল সন্ধ্যা ৭টায় রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কাটাখালী বাজার সংলগ্ন মাসকাটাদিঘী স্কুল মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময়, পৌরসভার সকল রাজমিস্ত্রী, রডমিস্ত্রি, সাটারিং মিস্ত্রি ও স্যানেটারি মিস্ত্রি সহ প্রায় ৮০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও কাটাখালী পৌরসভার সার্বিক সহযোগীতায় অসহায় ও দুঃস্থদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।
উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন কাটাখালি পৌর মেয়র মোঃ আব্বাস আলী।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (মতিহার) বিভূতি ভূষন বানার্জী, পবা উপজেলার নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতার, কাটাখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, ও আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা।