নাছরুল্লাহ আল কাফীঃ সরকার ঘোষিত সারা দেশে চলছে ৭ দিনের কঠোর লকডাউন তার ধারাবাহিকতায় পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় চলছে কঠোর লকডাউন। তবে অনেকেই মানছেন না এই লকডাউন বিধি নিষেধ।
আজ রবিবার (৪ জুলাই) লকডাউনের চতুর্থ দিনে বিধি নিষেধ অমান্য করে উপজেলার বিভিন্ন শ্রেনীর মানুষ। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ উপজেলার বালিপাড়া ও চন্ডীপুরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ অভিযানে চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার জনকে জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, সরকারের নির্দেশনা অনুসারে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের লক্ষে বালিপাড়া ও চন্ডীপুরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।