ভারতের সঙ্গে চিনের সীমান্ত সমস্যা সমাধানের জন্য, ০৬, টি হটলাইন চালু দুইটি দেশের।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। গতকাল ভারতের জম্মু ও কাশ্মীরের লাখাদ এর লে সীমান্ত এলাকায় ভারত ও চিনের মধ্যে সামরিক শান্তি বৈঠকে সিধান্ত হয়েছে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি কমাতে এবং স্হায়ী শান্তি স্থাপনের জন্য দুই দেশের মধ্যে মোট ছয়টি হটলাইন পুনরায় চালু করেছে দুই দেশ। এর ফলে আজ ভারতের উত্তর সিকিম সীমান্তে খাম্বা জোঙের কোন্ঙরো লা জোনে ফের দুই টি হটলাইন পুনরায় চালু করা হয়েছে, ১৪৪০,বার, হটলাইন। সারা ভারতের মোট ছয়টি হটলাইন চালু আছে বর্তমানে যা ভারতের সঙ্গে চিনের। এর মধ্যে ভারতের জম্মু ও কাশ্মীরের দুইটি লাখাদ সীমান্তে। দুই টি ভারতের পূর্ব রাজ্যের অরুনাচল প্রদেশ রাজ্যেএ। বাকি দুই টি উত্তর সিকিম সীমান্তে খান্বা জোনের কোঙ্ঘরা লা জোনে। দুই দেশের মধ্যে কয়েক বছর ধরে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। তার পর থেকে দুই দেশের সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। গত বছর ভারতের জম্মু ও কাশ্মীরের লাখাদ সীমান্তে গ্যাঙগ্যঙ সীমান্তে ভারতের সীমান্ত রক্ষীদের সঙ্গে চিনের সীমান্ত রক্ষীদের মধ্যে হাতাহাতি মারপিট হয়। এবং ঐ মারপিটের ঘটনায় মোট কুড়ি জন ভারতের সীমান্ত রক্ষী মারা যায়। সেখান থেকে ইন্দো ও চিনের সীমান্ত রক্ষীদের মধ্যে মাঝে মাঝে ঝামেলা বেধে থাকে। বহুক্ষেত্রে দেখা যায় প্রচারনা ছাড়া চিনের সীমান্ত রক্ষীরা ভারতের সীমান্তে ঢুকে পড়ে। তাতেই সমস্যার সৃষ্টি হয়। এবং অনেক সময় চিনের সীমান্ত রক্ষীদের বুঝিয়ে চিনের সীমান্ত এলাকায় ফিরতে বেগ পেতে হয়। এবং বিনাপ্রচরনায় মাঝে মাঝে ভারতের সীমান্তে ঢুকে পড়ে। এই ঘটনার প্রতিবাদ করে ভারত। তাই দুই দেশের সীমান্তে শান্তি ফেরাতে দিল্লির সাউথ ব্লক থেকে সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের স রাস্ট্র দপ্তর। দিল্লির সাউথ ব্লক এর নির্দেশ এ দুটি দেশের সীমান্ত এলাকায় শান্তি ফেরাতে কামান্ডার ইনচার্জ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। তাতেই আজ থেকে দুই দেশের মধ্যে চোদ্দশত পঞ্চাশ টি বোরের মোট ছয়টি বিভাগে হটলাইন চালু করা হয়েছে। এবং আগামী দিনে দুই দেশের মধ্যে শান্তি ফেরাতে এমন বৈঠক হবে জানা গেছে।।