মোঃ আরমান হোসেনঃ স্কুল,কলেজের শির্ক্ষাথীদের করোনা কালীন সময়ে পাঠ্যভ্যাস ধরে রাখাসহ কর্মহীন মানুষের মানসিক সুস্থতা বজায় রাখতে নড়াইল জেলা প্রশাসকের উদ্যেগে ‘আলোর সহযাত্রী’ নামক কর্মসূচির মাধ্যমে কালিয়া উপজেলায় বঙ্গবন্ধুর জীবনি,মুক্তিযুদ্ধের বইসহ বিভিন্ন গল্প,উপন্যাসের বই বিতারন কার্যক্রম শুরু হয়েছে।গত (৩ আগস্ট ২০২১) দুপুরে কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের মাঝে নড়াইল জেলা প্রশাসকের পক্ষে বই বিতারন শুরু করেছেন কালিয়া উপজেলার ইউএনও মোঃ আরিফুল ইসলাম।
ওই দিন দুপুর ১ টায় পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকতার সাথে প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সহ বিভিন্ন লেখকদের বই ও জাতির জনকের জীবনির উপর ৬ টি বই,তিন ছাত্রের হাতে দিয়ে বিনামূল্যে বই বিতরন কার্যক্রম শুরু করেন তিনি। বিতরন কালে আরো উপস্থিত ছিলেন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলী, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিন্টু সহ আরো অনেকে।
বই বিতরন কালে ইউএনও আরিফুল ইসলাম বলেন,জেলা প্রশাসকের পক্ষ থেকে ‘ আলোর সহযাত্রী হিসাবে স্কুল,কলেজের ছাত্রছাত্রীদের পাঠ্যভ্যাস ধরে রাখতে এসব উপন্যাস ও গল্পের বই বিতরন কর্মকান্ড শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার স্কুল,কলেজসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে বই বিতারন করা হবে।