বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠক ১৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের বিপরিতে একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বৈঠকে রিপোর্ট পাঠ করেন বিএমএসএফ’র সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
বক্তব্য রাখেন আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন, সেভ দ্য রোড’র প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, চিত্রনায়ক যুবরাজ খান, সাবেক সহ-সভাপতি আলম পলাশ, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসাইন, শাহাদাত হোসেন শান্ত, হেদায়েত উল্লাহ মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম শাহী, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান মৃধা, আবদুল হামিদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, দপ্তর সম্পাদক পিনাকী দাস, সহ-সম্পাদক রাবেয়া আক্তার, এমএ আজিজ, মোশারফ হোসেন নীলু, আইসিটি সম্পাদক গোলাম মাওলা শান্ত, সদস্য এম এ আকরাম, সাবেক সদস্য ফজলুর রহমান, কাজী নোমান, হেমায়েত হোসেন লাভলু, রিয়াজুল ইসলাম বাচ্চু, স্কাই তুহিন, রিতা আক্তার রিয়া, ঢাকা জেলার সভাপতি মুসা মোরশেদ, সাধারণ সম্পাদক উজ্জল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক কবির নেওয়াজ রাজ ,রফিকুল ইসলাম, কেএম মোস্তাক, আবু বকর, এইচএম গিয়াস, এম সোলায়মান প্রমুখ।বৈঠকে দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধে ১৪ দফা বাস্তবায়নে কর্মসূচী গ্রহন করা হয়। পাশাপাশি নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক ও ৬ষ্ঠ বর্ষ পূর্তি উৎসব উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে বিএমএসএফ’র সভাপতি আলহাজ¦ শহীদুল ইসলাম পাইলট’র আশু সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। সভায় বিভিন্ন পদের রদবদল নিয়েও সিদ্ধান্ত গৃহিত হয়।