সাংবাদিকদের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়েরের প্রতিবাদে যে সব শুভাকাঙ্খী সহকর্মি প্রতিবাদের ঝড় তুলেছেন, প্রায় প্রতিদিনই মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করছেন তাদের প্রতি গভীর, গভীর ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এ ভালবাসা, এ সহমর্মিতার কোনো প্রতিদান দেয়ার সাধ্য আমার নেই…তবে আমৃত্যু হৃদয় নিংড়ানো সবটুকু ভালবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞচিত্ত উন্মুখ থাকলো শুধু আপনাদেরই জন্য। বাদ, প্রতিবাদ, ¯েøাগান তুলে, রাজপথ কাঁপানোর মতো আপনাদের বীরত্বপূর্ণ ভ‚মিকা আমাদের জন্য শুভাশীষ হচ্ছে, হয়ে উঠছে। আপনাদের এ সহমর্মিতা, পাশে দাঁড়ানো আমাদের অদম্য মনোবল দিয়েছে, আমাদের সাহসী করেছে লুটেরাদের বিরুদ্ধে সরাসরি ভ‚মিকা রাখতে। এ ধারা অব্যাহত থাকবে তার প্রতিশ্রæতি দিতে চাই বার বার। তবে প্রতিবাদের ঝড় মামলা কবলিত মাধ্যমগুলোতে নিয়মিত প্রকাশ হলে তা আক্রোশমূলক সে প্রশ্ন উঠতে পারে চুড়ান্ত ফয়সালাদেয়া বিভাগটির কাছে। ফলে আমাদের পথ চলতে হচ্ছে সাবধানে, পা ফেলতে হচ্ছে অধিক সতর্কতায়। এ সীমাবদ্ধতাটুকু আন্তরিকতার সঙ্গে বিবেচনায় নিলে আরো বেশি কৃতজ্ঞ থাকবো। বান্দরবান, মিরপুর, শ্যামপুর-কদমতলী, ঝালকাঠির রাজাপুর-কাঠালিয়াসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচির আয়োজকদের পুরো বিষয়টি বিবেচনায় নেয়ার জন্য বিনয়ী অনুরোধ রাখছি।
আপনাদের ভালবাসায় ধন্য
সাঈদুর রহমান রিমন
সংবাদকর্মি