অতি ভারী বর্ষায়, পশ্চিম বাংলার মেদিনীপুর জেলার ঘাটাল থানা জলের তলায়।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। গতকাল থেকে বঙ্গোপসাগরে পতিত নিন্ম চাপ এর দরুন পশ্চিম বাংলার বঙ্গোপসাগরের উপকূল বরাবর এলাকায় ভারী বৃষ্টি পাত শুরু হয়েছে। যার প্রভাবে পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ও উত্তর চব্বিশ পরগনা জেলা এবং হাওড়া হুগলি নদিয়া মেদিনীপুর জেলার বিভিন্ন যায়গায় এবং কলকাতার আশেপাশে প্রবল বৃষ্টিপাত হয়। বহু যায়গায় জলমগ্ন হয়ে পড়ে। যার ফলে যানবাহন চলাচল বিগ্ন ঘটে। তবে কলকাতার বহু রাস্তায় জল জমে থাকলেও কলকাতার পৌরসভার চেয়ারম্যান ও পশ্চিম বাংলার মন্ত্রী জনাব ফিরাদ ববি হাকিমের নির্দেশ এ পাম্প চালিয়ে জলকে ভাগীরথীর নদীতে ফেলা হয়। এবং যার ফলে কলকাতার শহরে বহু যায়গায় জল নামতে শুরু করেছে। এবং প্রবল বৃষ্টিপাত এর কারনে মেদিনীপুর জেলার ঘাটাল থানা জলের তলায় ডুবে আছে। সেখানে ত্রাণ বিতরণ করা হয়েছে। পশ্চিম বাংলা সরকারের প্রকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলা বাহিনীর সদস্যদের নামানো হয়েছে উদ্ধার কাজে। অন্যদিকে গভীর সুন্দর বন এলাকায় গোসাবা, বাসন্তী ক্যানিং এবং বারুইপুর পূর্বে বহু যায়গায় জল জমে আছে। অন্যদিকে উত্তর ও পশ্চিম ভারতের রাজস্থান ও গুজরাট এবং মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ হরিয়ানা এবং দিল্লি উপর ভরা বর্ষা দেখা দিয়েছে তার কারণ মধ্যপ্রাচ্যের ভূমধ্যসাগরীয় জলবায়ু হু হু করে আরব সাগরের উপকূল দিয়ে ঢুকে পড়েছে এই সব যায়গায়। যার প্রভাব বিস্তার করে এখানে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। একদিকে বঙ্গোপসাগরের জলবায়ু ও অন্যদিকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের জলবায়ু দুটোর প্রভাবে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে ভারতের বিভিন্ন প্রদেশে। এই বৃষ্টিপাত কিছু দিন স্থায়ী থাকবে বলে জানিয়েছেন দিল্লির মৌসুম ভবন।।