ফেরদৌস ওয়াহিদ রাসেল।। অদ্য ১৮ জানুয়ারি (শনিবার)২০২৫ তারিখ, উক্ত বাজারে আনুমানিক রাত ১টা থেকে সকাল ৬:৩০ ঘটিকার মধ্যে চুরির ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা। উক্ত চুরির ঘটনায়,মোঃ রফিকুল ইসলাম,পিতা-মোঃ মনসুর আলী এর চশমার দোকানে ক্যাশ ভেঙ্গে নগদ ১০,০০০ টাকা। গোপাল দত্ত,পিতা মৃত- শিশু কুমার দত্তের মাতৃ গার্মেন্টস দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ২০০০ টাকা।মোঃ আব্দুর রাজ্জাক খোকন, পিতা- মৃতঃ হাজী আব্দুস সাত্তারের স্বপ্নীল বস্ত্রালয় নামের ২টি দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে ৫০০০ টাকা। মোঃ মাহবুবুর রহমান,পিতা মৃতঃ শাহজাহান এর নুসরাত বস্ত্রালয় দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে ১৩৫০ টাকা। মোঃ আসাদুজ্জামান, পিতা -মৃতঃ আব্দুর রহমান এর রহমান ট্রেডার্স দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে ৫০০০ টাকা এবং মোঃ আসাদুজ্জামান,পিতা-মৃতঃ আব্দুল হাকিম এর নেছারাবাদ টিম্বার এন্ড হার্ডওয়ার দোকানের সামনের তালা খুলে ক্যাশ বাক্স ভেঙ্গে ৫০০০ টাকা চুরি করে কে বা কাহারা নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন চুরি হওয়া ৬টি দোকানের মধ্যে ৫টি দোকানেই উপরের টিন খুলে/কেটে সিলিং ভেঙে এবং অপর ১টি দোকানের সামনের তালা খুলে ভিতরে প্রবেশ করে এবং প্রতিটি দোকানেরই শুধুমাত্র ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা চুরি করলেও দোকানে থাকা মালামাল নষ্ট বা চুরির কোন খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বনি আমিন জানান, শনিবার গভীর রাতে উক্ত চুরির ঘটনাটি ঘটে,আমরা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করি, এ বিষয়ে বাজারের সিসি ক্যামেরা ও তদন্ত চলমান আছে, তিনি আরো বলেন শীঘ্রই আমরা অপরাধীকে সনাক্ত করে ধরতে পারব বলে আশাবাদী।