মোঃ সোহাগ হোসেন,ভালুকা প্রতিনিধি।। কংসের কুল দরবার শরীফের ভক্তবিন্দুদের উদ্যোগে আজ ১৮ জানুয়ারি বাদ জোহর বড়দোয়া অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ মানুষ এই কংসের কুল বড় দোয়ায় উপস্থিত ছিল।বর্তমানে কংসের কুল দরবার শরীফের প্রধান দায়িত্ব আছেন,পীরে কামেল আসাদুজ্জামান সিদ্দিকী রঃ
এ কংসের কুল দরবার শরীফের বড় দোয়ায় উপস্থিত ছিলেন,দৈনিক ইনক্লাবের সম্পাদক,এ এম এম বাহাউদ্দিন সাহেব।জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।আলহাজ্ব হাতেম খান,ভালুকা পৌর বিএনপি আহবায়ক।সালাউদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সহ হাজারো মুসল্লী উপস্থিত ছিলেন।