আজ ২৪.০৯.২০২১ তারিখ রোজ শুক্রবার বিকাল ০৪:০০টায় রেডিও নলতা হল রুমে কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক জনাব শেখ আসাফুর রহমান। সভাপতিত্ব করেন রেডিও নলতার স্টেশন ম্যানেজার কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক জনাব সেলিম শাহারীয়ার। নব্য কমিটির পরিচিতি ও মত বিনিময় সভার সঞ্চালক ছিলেন জিএম সাইফুল ইসলাম, সদস্য সচিব কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। আজকের কার্যকারী সভায় আগামী দিনের মানব সেবা ও মুক্তিযোদ্ধাদের সুরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা করে একটি কর্মসূচি গঠন করা হয়েছে। কালিগঞ্জ সন্তান সংসদের আহবায়ক সেলিম শাহারীয়ার শুভেচ্ছা বক্তব্য সন্তান সংসদের করনীয় কি? কেন এই সংগঠন? এবং আগামীতে আমরা কি করতে চাই? এই নিয়ে একটি ধারনা তুলে ধরেন। তারপর নতুন কমিটির সদস্যরা তাদের মতামত ব্যক্ত করেন তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রাখেন মোঃ আব্দুল্লাহ আল-মামুন,শেখ আব্দুর রাজ্জাক ও মোঃ আশিক ইকবাল প্রমুখ। সন্তান সংসদ সংগঠনের সামগ্রিক বিষয় নিয়ে কেন্দ্রীয় কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক জনাব শেখ আসাফুর রহমান বলেন “সংগঠন করতে হলে সংগঠন বুঝতে হবে। আমরা কারো সাথে কথা বলার আগে জানতে হবে আমি সঠিক আছি কি না। মুক্তিযোদ্ধা সন্তান সংসদের গঠনতন্ত্র নিয়ে কারো দিমত থাকলে তাকে পড়াশুনা করতে হবে। আমাদের লক্ষ্য মুক্তিযোদ্ধাদের সুরক্ষা বিষয়ে কাজ করা।”
পরিচিতি ও মত বিনিময় সভায় নতুন কমিটির সকল সদস্য এবং অনেক মুক্তিযোদ্ধার সন্তান উপস্থিত ছিলেন। সকলের সর্ব সম্মতিতে গঠিত কর্মসূচি দ্রুত বাস্তবায়নের জন্য পরবর্তী কার্যক্রম বাস্তাবায়ন হবে।সন্তান সংসদ কালিগঞ্জ একটি মানব সেবার মডেল পরিনত করার প্রত্যাশা ব্যক্ত করে সভার সভাপতি সেলিম শাহারীয়ার সভার কার্যক্রম সমাপ্তি করেন।