মাসুদ রানা,পাবনা :ফেসবুক গ্রুপকে ভাল কাজে লাগিয়ে উইমেন এন্ড ই-কমার্স ফোরামের নারী উদ্যোগতারা সাফল্যের এক ধাপ এগিয়ে। তার ধারাবাহিকতায় উইয়ের নীতিমাল অনুযায়ী গতকাল পাবনা উই উদ্যোগতাদের মিট আপ অনুষ্ঠিত হয়েছে ভোজন বাড়ী চাইনিজ রেস্টুরেন্টে। পাবনা উইয়ের সহ প্রতিনিধি রিমা পারভীন মিটআপে স্বাগত বক্তব্যেই উইয়ের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার উপর সালাম এবং সম্মান রেখে প্রোগাম শুরু করেন। সাথে সহপ্রতিনিধি আলমগীর, দিলরুবা বলেন পাবনার উদ্যোগতাদের এক্টিভিটি এবং আন্তরিক ব্যবহার আশা করি আমরা সাফল্যের আরো এগিয়ে যেতে পারবো।
পর পর দুইটা মিটআপে পাবনা উই উদ্যোগতারা অংশগ্রহণ করে নিজেদের মধ্য পরিচিত এবং অলরেডি শক্তিশালী ব্রান্ডিং তৈরি করে ফেলেছে। মিটআপে উই বৈঠক খানা বিজয়ীদের পুরষ্কার এবং বিভিন্ন কুইজ প্রতিযোগিতার সারপ্রাইজ দেওয়া হয়।
মিটআপে সাহসী নারীর বক্তব্যে ফারহানা আক্তার তুলি এবং ঐন্দ্রিলা যোষ বলেন,,উইয়ের সাথে সম্পৃক্ত হয়ে আমরা অনেকে এখন অনেক সাহসী হয়েছি।ফ্যামিলি এখন আমাদের উইয়ের উপর বিশ্বাস রেখে ঘরে বাইরের কাজ গুলো করতে অনুমতি দিয়েছে। শুধু তাই নয় উইয়ের কল্যাণে আমরা প্রায় ৬০ জন উদ্যোগতা পাবনা জেলা প্রসাশক এবং পাবনা বিসিক থেকে সরকারি অনুমোদিত দক্ষতা উন্নয়নে দুই সাটিফিকেট অর্জন করেছি।
মিটআপে প্রায়ই সকল উদ্যোগতা রাই এখন সাহসী ফেসবুক গ্রুপকে ভাল কাজে লাগিয়ে উইমেন এন্ড ই-কমার্স ফোরামের(উই) মাধ্যমে নারীরা সাফল্যদের একধাপ এগিয়ে মাইলফলক তৈরি করতে চায়। এ সময়ে উপস্হিত ছিলেন, মানুষের কল্যাণের পএিকার পাবনা জেলা প্রতিনিধি মো: মাসুদ রানা। তিনি তার ফেসবুক পেজ ফ্যামিলি ফ্যাশন নিয়ে যাএা শুরু করে উইয়ের একজন সুপার একটিভ সদস্য।