শিশু অপরাধীদের সামাজিক সমাজে ফিরিয়ে আনতে সঠিক ভাবে তার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন বারুইপুর জেলা পুলিশ।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। বিভিন্ন অপরাধ মূলক কাজের মধ্যে পড়ে তাদের যে হয় কোন শিশু কারাগারে কখনো যেতে হয় সেফ হোমে। এই সব বিভিন্ন কারণে অপরাধী শিশুদের সামাজিক ও শিক্ষাজীবনের মধ্যে ফিরিয়ে আনতে বিশেষ ভূমিকা পালন করার পশ্চিম বাংলার সমাজসেবা অধিদফতরের প্রাজক নামক একটি এন জি ও সাথে মিলিত হয়ে বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি অনুষ্ঠান পালন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে ছোট ছোট শিশু অপরাধীদের সামাজিক যোগাযোগ ব্যবস্থা গ্রহণ করে দেওয়া। এবং তাদের কে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করাতে এবং সমাজের মুল স্রোতের মধ্যে ফিরিয়ে আনতে সবধরনের প্রয়াস চালাতে এই প্রশিক্ষণের ব্যবস্থা। ছোট ছোট শিশুদের সেফ হোমে রেখে তাদেরকে সামাজিক স্রোতের সাথে মিলিত করে দেওয়ার মুল উদ্দেশ্য । কারণ যদি তাদেরকে অর্থ সামাজিক পথে ফিরিয়ে আনতে না পারা যায় তাহলে পরবর্তী জীবনে তারা অপরাধ মূলক কাজের মধ্যে জড়িয়ে পড়তে পারে। এবং আন্তর্জাতিক জাতিসংঘের শিশু অপরাধীদের সামাজিক কর্মকাণ্ড নিয়ে যে নিয়োম আছে তা মেনে চলার বদ্ধপরিকর জেলা প্রশাসন। আজ এই শুভ অনুষ্ঠানের উদ্ধোধন করেন বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রী ভৈরব তেওয়ারী আই পি এস ও বারুইপুর জেলা পুলিশের জোনাল পুলিশ সুপার শ্রী ইন্দ্রজিৎ বসু আই পি এস সহ প্রজক এন জি ওর বিভিন্ন অধিকারীক বৃন্দ।।