জানা যায়, নীরব বছর দুয়েক ধরেই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এর মধ্যে প্রাথমিক অবস্থায় গত বছর ভারতে চিকিৎসা করানোর পর বেশ ভালো অবস্থাতেই ফিরেছিলেন তার চিরচেনা ক্যাম্পাসে। তবে মাস দুয়েক আগে আবার ধরা পড়ে ক্যান্সার এবং যা ক্যান্সারের শেষ ধাপ বলে চিহ্নিত করেন চিকিৎসকরা। আর্থিকভাবে অসচ্ছল নীরবের পারিবারিক টানাপোড়েনের মধ্যেও তার চিকিৎসা চলছিলো সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে।
সম্প্রতি তার অবস্থা গুরুতর হলে জবি ক্যাম্পাসের কিছু তরুণের উদ্যোগে প্রায় দেড় লাখ টাকা সংগ্রহ করে তাকে কিছুটা উন্নত হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভর্তির মাত্র একদিনের মাথায় শুক্রবার বেলা ১১টা ২২ মিনিটে অন্তিম জীবনের পথে পা বাড়ান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ মেধাবী শিক্ষার্থী।
আল্লাহ নীরবকে অন্তিম সুখে রাখুক পরপারে। আমাদেরকে ক্ষমা করে দিয়ো ভাই।