সপ্তাহখানেক আগে নিজের দেশে গিয়ে রহস্যজনক ভাবে উধাও হয়ে গিয়েছিলেন তিনি। সেই খবর সামনে আসার এক দিন পরেই খোঁজ মিলল ইন্টারপোলের প্রেসিডেন্ট মেং হংওয়েই-এর। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য চিনেই তাঁকে আটক করা হয়েছে বলে আজ সে দেশের সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।
বছর চৌষট্টির মেং ইন্টারপোলের প্রথম চিনা প্রধান। গত কালই তাঁর নিখোঁজ হওয়ার খবর সামনে আসে। ফ্রান্সের লিয়োঁয় ইন্টারপোলের সদর দফতর থেকে গত মাসে চিন সফরে গিয়েছিলেন তিনি। তার পর থেকে আর খোঁজ মেলেনি তাঁর। গত কাল মেংয়ের স্ত্রী ফরাসি পুলিশে অভিযোগ জানালে তদন্ত শুরু হয়।
হংকংয়ের এক সংবাদপত্র আজ জানিয়েছে, গত সপ্তাহে চিনে আসতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান শৃঙ্খলারক্ষাকারী কর্তৃপক্ষ। তবে মেং-কে কেন আটক করা হয়েছে, তা স্পষ্ট নয়।
চিনের নজরদারি আইন অনুযায়ী, কোনও সন্দেহভাজনকে আটক করার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর পরিবারকে জানাতে হবে। সেই সঙ্গে ওই সন্দেহভাজন যে সংস্থায় কাজ করেন, সেই সংস্থাকেও জানাতে হয়। এ ক্ষেত্রে মেংয়ের স্ত্রীকে কিছু জানানো হয়নি।