মনিরুজ্জামান (মহসিন):সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, নলতা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান এড. এস এম আসাদুর রহমান (সেলিম) ও ডেইজী রহমান এর একমাত্র সন্তান সামিয়া রহমান (নিশি) ঢাকা গ্রীন লাইফ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস (ডাক্তারী) পাশ করেছে বলে জানান নিশির চাচা হাবিবুর রহমান বাবলু ও মাতা ডেইজী রহমান।
আরো জানা যায়, ছোট বেলা থেকে অত্যন্ত নম্র, ভদ্র ও মেধাবী সামিয়া রহমান নিশি প্রথমে প্লে থেকে লেখাপড়া শুরু করেন তৎকালীন নলতার কে বি আহ্ছানউল্লা প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে (বর্তমান কে বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুল)। সেখানে ৬ষ্ঠ শ্রেণি ক্যাডেট কোচিং শেষ করে সারা দেশে একযোগে অনুষ্ঠিত ৭ম শ্রেণি ক্যাডেট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং মেয়েদের জন্য সর্বপ্রথম ও অত্যন্ত স্বণামধন্য প্রতিষ্ঠান ময়মনসিংহ গার্লস্ ক্যাডেট কলেজে ৫০ টি আসনের মধ্যে মেধা তালিকায় স্থান করে ভর্তি হওয়ার গৌরব অর্জন করে।
৮ম শ্রেণি জেএসসিতে গোল্ডেন এ+, এসএসসি (বিজ্ঞান) বিভাগ হতে গোল্ডেন এ+, এইচএসসিতে (বিজ্ঞান) বিভাগ থেকে এ+ গ্রেড প্রাপ্ত হয়ে ঢাকা গ্রীন লাইফ মেডিকেল কলেজে এমবিবিএস ১ম বর্ষে ভর্তি হওয়ার সুযোগ পায়।
অবশেষে ১৮ অক্টোবর ২০২১ তারিখে প্রকাশিত শেষ বর্ষের চূড়ান্ত ফলাফলে ঢাকা গ্রীন লাইফ মেডিকেল কলেজ থেকে সফলতার সাথে এমবিবিএস পাশ করার গৌরব অর্জন করেছেন সেলিম চেয়ারম্যান কন্যা সামিয়া রহমান নিশি।
নলতা ইউনিয়নের বার বার নির্বাচিত প্রাক্তন চেয়ারম্যান মরহুম অালহাজ্জ ইছাহক আলী সরদার ও কালিগঞ্জ-দেবহাটা আসনের প্রাক্তন এমসিএ/সাংসদ মরহুম খায়রুল আনাম এর পুতনি যাতে বাস্তব জীবনে প্রকৃত মানব সেবক হিসেবে চিকিৎসা সেবা দিতে পারে তার জন্য নিশি সহ তার পিতা-মাতা সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।