বিকাশ ঘোষ: ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির পরিদর্শন করেন দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পন্ডিত।
২৩ অক্টোবর ২০২১ শনিবার বিকেলে কাহারোলে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির পরিদর্শন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পন্ডিত।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, দিনাজপুর প্রেসক্লারের সভাপতি স্বরুপ কুমার বকসী বাচ্চু, উপজেলা কমিশনার (ভূমি) মীর মো. আল কামাহ তমাল, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ সিং, কাহারোল থানার ওসি রইস উদ্দীন, রাজ দেবোত্তর এষ্টেটের সদস্য শ্যামল কুমার ঘোষ, ডাঃ ডিসি রায়, সঞ্জয় কুমার মিত্র, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেল প্রমূখ।