ভারতের সাগরের শেষ প্রান্তে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলার হাটে কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য লাইন।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। সারা ভারতের বিভিন্ন যায়গায় ইতিমধ্যেই প্রায়, ১০০,কোটি, মানুষের মধ্যে করোনা ভাইরাস এর কোভিড ভ্যাকসিন নেওয়ার প্রথম কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী। এই কাজ সম্পন্ন করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে ভাষন দিয়েছেন যে আজ ভারতের একশত কোটি মানুষ কে করোনা ভাইরাস এর কোভিড ভ্যাকসিন নেওয়া হয়েছে। তার জন্য ভারতবর্ষের প্রতিটি নাগরিক কে অভিনন্দন জানান। এবং কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর ও বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য কর্মীদের কে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের অক্লান্ত পরিশ্রম ও সেবার জন্য আজ কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ হয়েছে। বিশেষ করে বড়, ১৮,থেকে, ৬০,বৎসরের, উদ্ধে ভারতের নাগরিকদের মধ্যে এই কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পন্ন। সেই সাথে ছোটদের কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। পৃথিবীর বৃহত্তম গনতান্ত্রিক দেশ ভারতবর্ষের এই ঐতিহাসিক কাজ সম্পন্ন করতে পেরে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাড়াতে পেরেছে। এই কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ যেমন সরকারি ও বেসরকারি সংস্থা করেছেন। তেমনি এই কাজে ভারতের বহু এন জি ও এগিয়ে এসেছিল সাহায্য করতে। আজ একবারে শেষ বেলায় পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপির ঢোলার হাটে কোভিড ভ্যাকসিন নেওয়ার কাজ চলছে।।