শরিফা বেগম শিউলী: রংপুরে প্রথমবারের মতো টি-টুয়েন্টি মহিলা ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মহিলা ড্রিমার ক্রিকেট একাডেমির উদ্যোগে ও মহিলা ক্রিকেটার আরিফা জাহান বিথীর উদ্যোগে রংপুর ক্রিকেট গার্ডেনে আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বেগম রোকেয়া দল এবং রানার্সআপ সুফিয়া কামাল দল। টুর্ণামেন্টে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, বেগম রোকেয়া, প্রীতিলতা ওয়াদ্দেদার, নুরজাহান বেগম, জাহানারা ইমাম ও সুফিয়া কামালসহ মোট ৬টি দল অংশগ্রহণ করেন। এসব দলে অধিনায়কত্ব করেন জাতীয় মহিলা ক্রিকেট দলের ৬ খেলোয়ার। বুধবার দুপুরে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, ক্রিকেটার আরিফা জাহান বিথী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন আজহারুল ইসলাম দুলাল। বক্তারা বলেন, খেলাধুলা ও ক্রীড়া-সাংস্কৃতিক আয়োজনের মধ্যদিয়ে সমাজকে এগিয়ে নিতে হবে। খেলাধুলা সমাজকে এগিয়ে নিয়ে যায়। তাই, আরও বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে সকলকে এগিয়ে আসতে হবে। এ সময় বক্তারা মহিয়সী নারীদের নামে দলের নামকরণ করায় মহিলা ক্রিকেটার আরিফা জাহান বিথীকে স্যালুট জানায়।