ভারতের জনমত সমীক্ষায় পুরুষদের চেয়ে মহিলারা বেশি হয়েছে।। ভারতের জনস্বাস্থ্য ও গন চেতনা সমীক্ষায় এবার উঠে এসেছে উল্লেখযোগ্য ঘটনা। ভারতের পুরুষদের থেকে মহিলাদের সঙখ্যা বেশি হয়েছে। যেখানে, ২০০৫,থেকে, ২০১০,পযন্ত, ভারতের জনসংখ্যার মধ্যে মহিলাদের স্হান ছিল, ৯৭,শতাঙ্স, তার মধ্যে আজ জাতীয় জনস্বাস্থ্য ও জন চেতনা র হিসাবে মহিলারা পুরুষদের থেকে প্রায়, ১২,শতাঙ্স, বেশি। এই সমীক্ষায় দেখা যায় যে, শতকরা একশো শতাংশ মানুষের মধ্যে মহিলা, ৯৯.৯১,শতাঙ্স। ঠিক তখনই ভারতের পুরুষদের শতাঙ্স হার, ৮৯,৫৬,শতাঙ্স। এই হারের কারণ হিসেবে দেখা যায় যে ভারতের উত্তর প্রদেশের এবং হরিয়ানা রাজ্যের এবং ছত্তিসগড় রাজ্যের এবং ঝাড়খন্ড রাজ্যের মধ্যে মহিলাদের সঙখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে এই মহিলাদের সঙখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে পুরুষদের ও মহিলাদের মধ্যে কতটা ভারসাম্য বজায় রাখতে পারবে সেটা দেখার বিষয়।।