বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ইনচার্জ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমন এর ফেসবুক থেকে হুবহু প্রকাশিত…
ভাওয়াল গজারি বন অনেক আগেই নিঃশেষ হয়েছে, এখন চলছে বনভূমি লুটপাটের মহোৎসব। এ দৌরাত্ম্যের সঙ্গে ইদানিং যুক্ত হয়েছে সরকারি খাস জমি জবর দখলের সীমাহীন প্রতিযোগিতা। বিভিন্ন শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান ও প্রভাবশালী ব্যক্তিবর্গ নানা কুটকৌশলে স্থানীয় দালালদের সরকারি খাস জমির ভূয়া মালিক সাজিয়ে রীতিমত সাফকবলা রেজিস্ট্রি করে নিতেও দ্বিধা করছে না।
সরকারি বহুদামি জায়গা জমি হরিলুটের ক্ষেত্রে শ্রীপুরের ধনুয়া স্পীনিং মিল, গ্রেটওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ, আর এ কে সিরামিক ইন্ডাস্ট্রিজ, হৃদিষা গার্মেন্টস লিমিটেড, হামিম ডেনিম টেক্সটাইল মিল, পাওয়ার লিমিটেড, ডিবিএল গ্রুপসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান সবচেয়ে বেশি বেপরোয়া হয়ে উঠেছে। ভূমি অফিসে ঘষামাজা ও দলিল দস্তাবেজ জাল জালিয়াতির মাধ্যমেএসব সরকারি খাস ও বনের ভূমি দেদারছে জবর দখলের মহাকান্ড ঘটেই চলছে। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে মাত্র ১০ বছরেই ভাওয়াল গড় এলাকায় আড়াই লাখ কোটি টাকা মূল্যের সরকারি ভূমি বিভিন্ন মিল কারখানার আওতায় দখল করে নেয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন পত্রিকার পাতায়….