নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। হাটে-মাঠে চায়ের দোকানে এখন কেবলই নির্বাচনী প্রচারণা চলছে। মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। রাজনীতিবিদদের পাশাপাশি নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখাচ্ছেন সহযোগি সংগঠনের নেতারাও। দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনেছেন বাংলাদেশ আওয়ামী তরূণলীগ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক জিএম শফিউল্লাহ।
তফসিল ঘোষনার আগ পর্যন্ত সাতক্ষীরা-৪ আসনে ঢোল পিটিয়ে গণসংযোগ করেছিল বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা। তবে এখন দেখা নেই কোন প্রার্থীর। এমন সময়ে সাধারণ ভোটাররা চালিয়ে যাচ্ছেন তাদের আলোচনা ও সমালোচনা। তবে বেশিরভাগ প্রার্থীর সমালোচনা থাকলেও জনপ্রিয় হয়ে আলোচনায় রয়েছে সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তরূণলীগ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক জিএম শফিউল্লাহ।
নাম প্রকাশ না করার শর্তে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার একাধীক ব্যক্তি জানান, জমি দখল, শালীসির নামে মারধর সহ অনেক অত্যাচার সহ্য করেছেন তারা। সব করেছে বর্তমান সংসদ সদস্যের সাঙ্গ-পাঙ্গরা। তবে তারা এর সুবিচার কখনো পায়নি। করতে পারেনি প্রতিবাদ পর্যন্ত। আর যারা প্রতিবাদ করেছে তারা নির্যাতিত হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। তাই এবার পরিবর্তনের বিকল্প নেই।
দুই উপজেলার সাধারণ ভোটাররা জানান, বিগত দিনে গরীব ও অসহায় মানুষের পাশে ছিলেন জিএম শফিউল্লাহ। তাই তিনি এখন জনপ্রিয়তার শীর্ষে আছেন সাতক্ষীরা-৪ আসনে।
এদিকে জনপ্রিয়তার শীর্ষে থাকা জিএম শফিউল্লাহ বলেন, নিজের জন্য নয় তিনি কাজ করেছেন জনগনের জন্য। তবে এতদিন জনপ্রতিনিধি না হয়েও শুধু সাতক্ষীরা-৪ আসন নয় সমগ্র সাতক্ষীরা জেলাবাসীর জন্য কাজ করেছেন। আর জনগনের ব্যাপক সারা পেয়েছেন তিনি। তাই এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন তিনি। যদি তাকে মনোনয়ন দেয়া হয় তবে এ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন তিনি।