বিশ্বের অন্যতম সুন্দরের নিদর্শন ম্যানগ্রোভ ফরেষ্ট খ্যাত সুন্দরবন। দেশি-বিদেশী পর্যটকদের আকর্ষন কাড়তে ও প্রাকৃতিক দূর্যোগ থেকে বাংলাদেশকে বার বার রক্ষা করে সুন্দরবন। তাই এই সুন্দরবন এলাকায় অর্থনৈতি রক্ষা ও সার্বিক নিরাপত্তা দিতে পুলিশ বাহিনী সব সময় কাজ করে যাবে।
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে পুলিশের রিভার ভিউ ঘাট উদ্বোধন কালে খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন পিপিএম (বার) এসব কথা বলেন।
রেঞ্জ ডিআইজি বলেন, জলদস্যু বা বনদস্যুদের আর সুন্দরবনে আশ্রয় নিতে দেওয়া হবে না। সুন্দরবন থাকবে উন্মুক্ত। যেহেতু সুন্দরবন দেখতে দেশ-বিদেশের পর্যাটক এখানে আসেন। এমনকি পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ভ্রমণে আসেন সুন্দরবনে। তাই শ্যামনগরে পুলিশের একটা আধুনিক গেষ্ট হাউজ নির্মাণ করা হবে। মুন্সীগঞ্জে একটি পুলিশ ফাঁড়ির নির্মাণের জন্য প্রাস্তবনাও পাঠানো হয়েছে। এছাড়া শ্যামনগর উপজেলা বাংলাদেশের সর্ববৃহৎ হওয়ায় দুইটি থানা করার সিদ্ধান্ত মোতাবেক প্রস্তাব পাঠানো হবে বলে উল্লেখ করেন ডিআইজি।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) শহীদুল্ল্যাহ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, ওসি (তদন্ত) কাজী শহিদুল ইসলাম।
পরে পুলিশ কমিশনার খুলনা সুন্দরবনের কলাগাছিয়া সহ সুন্দরবনের প্রধান র্স্পট গুলো ভ্রমন করেন এবং সেখানকার নিরাপত্তা বিষয়ে খোঁজ খবর নেন।——