মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:২০ পূর্বাহ্ন

বাহরাইনে এ.আর মমতাজ কোম্পানির ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাহরাইনে এ.আর মমতাজ কোম্পানির ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 

আশফাক আহমদ,বাহরাইন প্রতিনিধি:

বাহরাইনে এ.আর. মমতাজ কন্ট্রাক্টেশন কোম্পানির পক্ষ থেকে বর্ষবরণ ও কোম্পানি সাফল্যের সাথে ১৪ তম বছর শেষ করে ১৫ তম বছরে প্রদার্পন উপলক্ষে এক সংবর্ধনা ও মানামাস্থ কোম্পানির হল রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

প্রথমে কোম্পানির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান।

অনুষ্ঠানে মিজানুর রহমানের সঞ্চালনায় ও মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা উইং মোঃ হারুন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসিফ আহম্মেদ,সহ সভাপতি মাজহারুল হক নয়ন,বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি আলাউদ্দিন নুর,বিজনেস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আইনুল হক,ওরিষ্যা কোম্পানির চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ,বাংলাদেশ সমাজের পক্ষ থেকে মোঃসোহেল আহমদ সহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা,কমিউনিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ।

অতিথিবৃন্দ কোম্পানির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে ও কোম্পানিতে সুনামের সাথে কর্মরত ৬০ জনকে কোম্পানির চেয়ারম্যানের পক্ষ থেকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়।

পরিষেশে চেয়ারম্যান অনুষ্ঠানে আগত সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান।পরে কোম্পানির সাফল্য কামনা ও করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করে রাতের খাবারের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com