আজ থেকে পশ্চিম বাংলায় আংশিক লকডাউন শুরু হচ্ছে ফের।। আজ পশ্চিম বাংলার নবান্ন থেকে জানানো হয়েছে যে আগামী কাল সোমবার সকাল থেকে পশ্চিম বাংলায় আংশিক লকডাউন শুরু হবে। এর ফলে সরাকারি ইস্কুল ও কলেজ সম্পূর্ণ বন্ধ থাকবে। এবং সরকারি এবং আধাসরকারি অফিস পঞ্চাশ শতাংশ কর্মচারী নিয়ে খুলে রাখতে হবে। এবং ট্রেন ও মেট্রো রেল পঞ্চাশ শতাংশ মানুষ নিয়ে সকাল, ৫,থেকে, রাত ৭,পযন্ত, চলাচল করবে। এবং হাটবাজার খুলবে বিধিনিষেধ আরোপ মেনে। এবং শপিং মল ও দোকান পাট খুলে রাখতে পারে অদ্ধো দিবস পযন্ত। সিনেমা হল ও রেস্টুরেন্ট খোলা থাকবে রাত সাতটা পর্যন্ত। এবং রাত দশটা থেকে সকাল পাচটা পযন্ত রাত্রি কালিন লকডাউন চালু থাকবে। গাড়ি গোড়া চলবে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে। মদের দোকান ও বার খোলা থাকবে নিদিষ্ট সময় পযন্ত। একই সাথে ভারতের বাইরে থেকে আসা বিমান যাত্রীদের জন্য কোভিড করোনা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দূর পাল্লার ট্রেন গুলোতে সামাজিক বিধিনিষেধ মেনে চলতে হবে । সাধারণত মানুষের জন্য মুখে মাক্স ও সেনিটাজেসন করতে হবে। অফিস আদালতে অদ্ধ কর্মচারী নিয়ে কাজ করতে । এই বিধিনিষেধ মেনে চলতে হবে আগামী, ১৫,ই, জানুয়ারি পর্যন্ত। এবং কলকাতা এবং পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় কেউ যদি বিধিনিষেধ আরোপ অমান্য করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যসচিব। রাস্তায় রাস্তায় পুলিশের টহলদারি চলবে। কিছু কিছু যায়গায়, ১৪৪, ধারা জারি করা হবে রাত্রি কালিন। সারা পশ্চিম বাংলার সাথে কলকাতায় হু হু করে বেড়ে চলেছে কোভিড করোনা ভাইরাসের ক্রমিন আক্রান্তদের সাঙ্গা। পশ্চিম বাংলার সরকার জনস্বাস্থ্য কর্মীদের সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকতে সবধরনের সাহায্য করবেন বলে জানিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।