আমির হোসেনঃ
ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে কর্মজীবি দরিদ্র সুবিধাভোগী মায়েদের মাঝে ল্যাকটেটিং মাদার কর্মসূচীর আওতায় হেল্থ ক্যাম্প ও বিণামূল্যে স্বাস্থ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয় অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার রুম্পা সিকাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর।
প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ মেহেদী হাসান, ডাঃ নবীণ কুন্ড, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সানজিদা শারমিন সাওন, তথ্য কর্মকর্তা শামসুন্নাহার পমুখ।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্য সামগ্রী প্রদান ছাড়াও উপকার ভোগী মা ও শিশুদের বিণামূল্যে স্বাস্থ্য সেবা ও বিভিন্ন বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও তথ্য আপা কেন্দ্রের সহায়তায় মহিলাদের বিণামূল্যে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।