কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আগামী কাল থেকে উত্তর বঙ্গ সহ পূর্ব বর্তমান সহ কলকাতার আশেপাশের এলাকায় হাল্কা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কলকাতার আলিপুরের আবওয়া দপ্তরের অধিকর্তা। তিনি বলেন যে দার্জিলিং ও জলপাই গুড়ি এবং শিলিগুড়ি সহ কোচবিহারের এবং পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বিভিন্ন যায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে বজ্জ্রপাত ও শিলাবৃষ্টি। আজ খুব সকালে কলকাতার আশেপাশের এলাকায় হাল্কা বৃষ্টিপাত শুরু হয়। মেঘলা আবহাওয়া বিরাজমান কলকাতার আশেপাশের আকাশে। মাঝে মাঝে মেঘের ফাক দিয়ে সূর্য দেব উকি মারছে। বাদবাকি সময় আকাশে মেঘে ডাকা পড়ে গোমড়া মুখ করে আছে। যদি চেপে বৃষ্টিপাত হয় বঙ্গোপসাগরের উপকূল বরাবর এলাকায় তাহলে গঙ্গা সাগরের মেলায় মহা স্থান করতে আসা ল্যান্টা বাবা সাধুদের উপরি হিসেবে পাওনা হয়ে যাবে বরুণ দেবের কৃপায় দ্বিতীয় স্থান। এই আবহাওয়া বিরাজ করে থাকবে আগামী, ১৪,জানুয়ারি, পযন্ত। তবে যদি বৃষ্টিপাতের সঙ্গে শিলাবৃষ্টি হয় তাহলে চাষীদের মাথায় হাত পড়ে যাবে এটি বলার অপেক্ষা করে না।।