পশ্চিম বাংলা থেকে নাবালিকা ও মানব পাচার রুখতে প্রশাসন ও এন জি ও দের এগিয়ে আসতে হবে, বলেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক।।
কোভিড করোনা পরিস্তিতি নিয়ে যখন সরকার ও সাধারণ মানুষ ব্যস্ত ঠিক তখনই একধরনের অসাধু মানুষ ও নারী ও মানব পাচাকারিরা সক্রিয় ভূমিকা পালন করছে নাবালিকা ও মানব পাচার করে। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার জন্য আজ পশ্চিম বাংলার জলপাইগুড়ি জেলার চা বাগানে আদিবাসী ও চা শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভায় এই বক্তব্য রাখেন। পশ্চিম বাংলার আদিবাসী উন্নয়ন মন্ত্রী শ্রী বুলুচিক বড়াইক বলেন সারা পশ্চিম বাংলায় মানব পাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখনই এই সমস্যা কে রুখতে হবে। সাধারণত মানুষের সাথে প্রশাসন কে সজাগ দৃষ্টি রাখতে হবে পাচার কারীদের বিরুদ্ধে। কথাও এমন ঘটনা ঘটলে সাথে সাথে যুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন বর্তমান পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে দিয়েছে। এবং তাদের কে রেশনিং ব্যবস্তা করে দিয়েছে। আগের থেকে বর্তমান সরকার চা শ্রমিকদের জন্য মানবিক হয়েছে। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলেও কিছু অসাধু মানুষ ও মানব পাচাকারি কাজ দেবার প্রলোভন দিয়ে নাবালিকা ও মানব পাচার করে যাচ্ছে। এর বিরুদ্ধে সকলকেই একসাথে কাজ করে যেতে হবে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার শ্রী দেবষী দও আই পি এস ও মালবাজারের এস ডি পি ও শ্রী রবীন থাপা এবং মালবাজার থানার আই সি শ্রী সুজিত লামা সহ বিভিন্ন এন জি ও কর্মকর্তারা।।