কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
ভারতের রাজস্থান রাজ্যের পবিত্র উরুসপাক উপলক্ষে হিন্দের ওলি হজরত খাজা মঈনুদ্দিন শাহ জালাল শাহ চিশতী রহমাতুল্লাহি ওয়াসাল্লাম এর সেই পবিত্র জান্নাতী দরজা সবার জন্য খুলে দেওয়া হয়েছে। আজ এই খবর দিয়েছেন হিন্দের ওলি হজরত খাজা মঈনুদ্দিন শাহ জালাল শাহ চিশতী রহমাতুল্লাহি ওয়াসাল্লাম এর ৮২৪, তম , পুরুষ খাজা বাবার সাধক ও খাদেম হজরত মাওলানা খাজা সৈয়দ নাসির উদ্দিন শাহ জালাল চিশতী সাহেব। তিনি বলেন দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন যায়গায় কোভিড করোনা ভাইরাসের সংক্রমণ দ্বারা আক্রান্ত মানুষের সঙ্খ্যা বৃদ্ধির কারণে কোভিড করোনা ভাইরাসের বিধিনিষেধ আরোপ করা ছিল দরকার শরীফ। তাই অনেক টাই বন্ধ ছিল পবিত্র মাজার পাক। অবশেষে পবিত্র উরুসপাক উপলক্ষে আজমির শরীফের খাজা গরীব নওয়াজের সেই পবিত্র জান্নাতী দরজা সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ মানুষের দর্শন পেতে চলে খাজা গরীব নওয়াজের মাজারের মধ্যে সেই জান্নাতী দরজা। কথিত আছে এই দরজা খুলে হিন্দের ওলি হজরত খাজা গরীব নওয়াজ আল্লাহ পাকের দর্শন পান এই পবিত্র জান্নাতী দরজা দিয়ে। এই বছর কোভিড করোনা বিধিনিষেধ মেনে শুরু হতে চলেছে পবিত্র উরুসপাক। এর ফলে পৃথিবীর বিভিন্ন যায়গায় থেকে লক্ষ লক্ষ মানুষের ভীড় হবে আজমির শরীফে।এই পবিত্র উরুসপাক উপলক্ষে খাজা গরীব নওয়াজের মাজারের চাদর চড়া বেন প্রথা অনুসারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী অশোক গৌলত এবং ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী সব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। তার পর সাধারণ মানুষের দর্শন করতে সব দরজা খুলে দেওয়া হবে আজমির শরীরের।।