কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। ।
আজ কলকাতা হাইকোর্টের কাছে বড়সড় ধাক্কা খেয়েছে পশ্চিম বাংলার সরকার। গত বারের ইস্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে শিক্ষা দপ্তর থেকে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে বড়সড় দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দ্বারা যে কমিটি তৈরি করা হয়েছিল তার প্রধান হিসেবে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটি। এই কমিটি তে ছিলেন পশ্চিম বাংলার শিক্ষা দপ্তরের সহ সচিব প্রশাসনিক শ্রীমতী পারমিতা রায় ও কলকাতা হাইকোর্টের আইনজীবী শ্রী অরুনভ বন্দোপাধ্যায়। তাদের রিপোর্ট বলা হয়েছে প্রকৃত যারা এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের কে সরিয়ে দিয়ে অকৃতকার্য পরিক্ষাথীদের চাকরি দেওয়া হয়েছে। এবং এই অকৃতকার্য পরিক্ষাথীদের চাকরি দেওয়ার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে উল্লেখ করেন। আজ এই রিপোর্ট পাবার পর কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সিধান্ত নেন যে আগামী মাস থেকে, যে বেআইনি ভাবে এবং অকৃতকার্য পরিক্ষাথীরা চাকরি করছেন সেই, ৫৭৩,জনের, বেতন বন্ধ করে দিতে বলা হয়েছে। এবং তারা যতদিন চাকরি করে বেতন পেয়েছে তার টাকা মধ্য শিক্ষা দপ্তর ও এস এস সি শিক্ষা দপ্তর থেকে তা রিটার্ন করে নেবার জন্য আদেশ দিয়েছেন। এবং তা কতটা কার্যকর করা হয়েছে তার রিপোর্ট আগামী, ১৪,ই, ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতিদের কাছে জানতে হবে বলে জানিয়েছেন। কারণ কোটি কোটি টাকার বিনিময়ে এবং নিয়োম বহির্ভূত ভাবে এই এস এস সি মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে ইস্কুল সার্ভিস কমিশন থেকে শিক্ষকদের। এবং এমন অভিযোগ উঠেছে এই চাকরি দেবার ক্ষেত্রে বহু যায়গায় এজেন্ট মারফত টাকা তুলেছেন শাসকশ্রেণীর এবং বড় নেতা। তার নির্দেশে তার বহু এজেন্ট বিভিন্ন যায়গায় থেকে কোটি টাকার বিনিময়ে প্রাইমারি স্কুল শিক্ষক ও মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছে একশ্রেণীর অসাধু শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের সহায়তা নিয়ে।।