ঢাকা ৮ ডিসেম্বর ২০১৮: সাংবাদিকদের পাশাপাশি সংগঠনগুলোকেও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সাংবাদিক ও তাদের সংগঠনগুলোর মাঝে ঐক্য না থাকায় দাবি আদায়ে আরো বহু সময় লাগতে পারে। তাই সকল সাংবাদিক ও সংগঠনসমুহকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেছেন বাংলাদেশ মফস্ল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। শনিবার তোপখানারোডস্থ কনফারেন্স হলে বাংলাদেশ সাংবাদিক কল্যান সংস্থার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় নেতৃবৃন্দ আগামি সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের ইশতেহারে সাংবাদিক নির্যযাতন প্রতিরোধে স্পষ্ট ঘোষণারও দাবি করেন।
বিএসকেএস’র মহাসচিব এমএ মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন গ্রীনম্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান বাপ্পি সরদার, জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগরের দপ্তর সম্পাদক জিয়া হোসেন। সংগঠনের আইন উপদেষ্টা সরোয়ার হোসাইন লাভলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএমএসএফ চট্টগ্রাম জেলা কমিটির আহবায়ক কেএম রুবেল, বিএসকেএস’র যুগ্ম-মহাসচিব আব্দুল মান্নান, বিওএসপি’র সভাপতি মো: সোহেল রানা, সাধারণ সম্পাদক মুনসুর রহমান, পুরুষ অধিকার বাস্তবায়ন সংস্থার আহবায়ক শেখ সাদি, বিএসকেএস’র সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান, জাহিদ শিকদার, অর্থ সম্পাদক এম ফজলুল হক ফজলু, প্রচার সম্পাদক তুহিন ভুইয়া, ক্রীড়া সম্পাদক রাজিবুল ইসলাম রিয়াজ, শ্রম বিষয়ক সম্পাদক ডা. মনছুর রহমান, নির্বাহী সদস্য তপু আহমেদ, মিজানুর রহমান, হাদিউল ইসলাম, আবু বক্কর, কে এম রুবেল, ইয়াছিন আরাফাত প্রমুখ।
সকল রাজনৈতিক দলের ইশতেহারে সাংবাদিক নির্যযাতন প্রতিরোধে স্পষ্ট ঘোষণা চাই শীর্ষক মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।