বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৬ অপরাহ্ন
লিটন সরকার ঃ আশাশুনি জাতীয় বীমা দিবস ২০২২ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স আশাশুনি শাখা ও ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স আশাশুনির আয়োজনে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। বিভিন্ন ফেস্টুন, প্লাকার্ড, বিশেষ লোগো ও লেখা অঙ্কিত গেঞ্জী পরিধান করে র্যালিটি বিভিন্ন সড়ক ও বাজার এলাকা ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ কমপ্লেক্স গেইটের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জ হাফেজ রুহুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জ আব্দুল হাদী।